মনে পড়ে
রিহান রহমান (বোরহান)
ঠিকানা হারানো চিঠির মত
অথবা ব্যর্থ প্রেমিকের কবিতার মত
যা ইচ্ছে তাই লিখে যাই বাংলা বর্নমালায়
আদৌ মনে আছে কি তোমার!?
কোন এক সন্ধায়
দল পাকানো অন্ধকারে,
তোমার চাঁদনি মুখ,
ফ্যালফ্যাল করে চেয়ে থাকার মুহুর্ত
বেশ তো অনেক দিন হলো
আমাদের এক ত্রিকোণ শহরের,
রোদ পালানো বিকেলের
রেখে যাওয়া আলো থেকে তুমি বিদায় নিয়েছো,
এইতো সেদিন তোমার গালে টোল পড়া
মুখের হাসি কত মুগ্ধ হয়ে প্রান ভরে দেখেছি।
তব হায় প্রতিবার যখন আমার পাম্পযন্ত্রটা রক্ত পাম্প করে মনে হয় কি জানো!?
একআশি কোটি বছর হলো তোমায় দেখি না!
এমন পৈশাচিক আচরন না করে গেলেও পারতে।
এখনো আমি অতীতেই পড়ে আছি,
অদৌ বাস্তবতায় ফেরা হবে কি না তা অজানা।
তবুও তুমি থেকো, দিব্যি ভালো থেকো
এক ফোটা পরিমান অভিযোগ নেই আমার
Post a Comment