বিজ্ঞানের জন্য

তরুণ কবি এমরান হোসেন    
লালে লাল
মোঃএমরান হোসেন

লালে লালে
বাংলা হলো লাল
তব পতাকা'র
 মাঝখানে লাল।

কপালে লাল গামছা
বাধা বাংলার রাখাল।
লালে লালিত
বাংলার সপ্ন লাল।

লালে লালে রঞ্জিত
 ঐতিহাসিক বায়ান্ন সাল।
লালে লালে রক্তাক্ত
মহান একাত্তর সাল।

লালে বাংলার
সূর্য লাল।
লালে রক্তিম
পূবালি সকাল।

তব গোলাপের
রঙ টগবগে লাল?
তার প্রেমে হয়
সবে মাতাল।

সকল রঙের
রাণি লাল,
লালরুপে ঋতুরাজ
বসন্তকাল।

নোয়া দুলার
 শেরোয়ানী লাল,
নববধূর সকল
গহনা লাল।

কৃষকের চাষের
গরুগুলো লাল,
কৃষাণির গৃহপালিত
 গুলোর একই হাল।

কচিকাচাদের
পছন্দগুলো লাল,
লাল রঙের টিপ
রাজকুমারী পড়ে চিরলাল।

লালের রয়েছে
ইতিহাস কাল।
লালসালু উপন্যাসের
বিশেষ কাপড়টি লাল।

"ব্রিটিশদের লাল ফিতার
 দৌরাত্ম্য" লাল,
ট্রাফিক সিগন্যালে
গুরুত্বপূর্ন্য সংকেত লাল।

খেলায় রেফারির "আউট
অফ ফিল্ড"  কার্ড লাল,
আজ সারা পৃথিবীতে
 লালে সব বেসামাল।

আগুনের পুলকিত
লেলিহান শিখা লাল,
লালের সমারোহ
পৃথিবীতে রবে চিরকাল।

লালের মাঝেই মিশ্রিত
সুখ দুঃখ বহুকাল ।
তাই যুগে যুগে অর্জনের
 বিসর্জনের রং লালে লাল।

Post a Comment

Previous Post Next Post