করোনায় সার্কভুক্ত দেশগুলোর অবস্থা - প্রতীকী ছবি |
মাত্র একমাসেই আক্রান্তের হারের ব্যাপক বৃদ্ধি এখন সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আফগানিস্তানে আক্রান্ত দুই হাজার ৪৬৯ ও মৃত্যু ৭২, শ্রীলঙ্কায় আক্রান্ত ৬৯০ ও মৃত্যু ৭, মালদ্বীপে আক্রান্ত ৪৯১ ও মৃত্যু মাত্র একজন। তবে নেপালে আক্রান্ত ৫৯ জনের সংখ্যাটি গত এক মাসে পরিবর্তন হয়নি। দেশটিতে এখনো ঘটেনি কোনো মৃত্যুর ঘটনা। ভুটানে আক্রান্ত সব থেকে কম মাত্র ৭ জন। ২৭ থেকে আক্রান্ত শনাক্ত হলেও ভুটানে এখনো বাড়েনি আক্রান্তের সংখ্যা।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসঙ্ঘসহ অনেক আন্তর্জাতিক সংস্থার মতে এশিয়ার সার্কভুক্ত দেশসহ অনেক দেশেই ব্যাপকহারে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে না। যার ফলে দেশগুলোতে ভয়াবহ সংক্রমণের ভয় এখনো বিরাজ করছে। মে মাস দেশ কয়েকটির জন্য চূড়ান্ত হুমকির সময় বলে তারা মনে করছে।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার
Post a Comment