বিজ্ঞানের জন্য

স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা
'স্বপ্নপূরণ পরিবারের আহ্বান অসহায়ত্বের তরে কর সেবা দান' এই স্লোগানকে মনেপ্রাণে ধারণ করে ২০১৯ সালের ২৭শে মে চাঁদপুর সরকারি কলেজের সুনামধন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একদল তারুণ্যের হাতে গড়া সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা আজ ২য় বর্ষে প্রদার্পণ করেছেন। বর্তমানে সংগঠনটিতে কাজ করছেন চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ,পুরান বাজার ডিগ্রি কলেজ, হাজিগঞ্জ মডেল কলেজ ও হাজিগঞ্জ ডিগ্রি কলেজের শতাধিক ছাত্রছাত্রীরা।

সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। যার কার্যক্রম খুবই দ্রুত সর্বমহলে ছড়িয়ে পড়ে। আমরা শাহতলী ডটকম পরিবার সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এমরান হোসেন বলেন স্বপ্ন ছিলো অসহায়, দারিদ্র্য,  শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করার।আল্লাহ আমাদের সে স্বপ্ন পূরণ করেছেন আর তাই সংগঠন এর নামকরণ করা হয়েছে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর। আলহামদুলিল্লাহ  আমরা শুরু থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সামনে যাতে আরো বেশি মানুষের জন্য কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করি।

সংগঠন এর সাধারণ সম্পাদক হাফেজ হাসান মাহমুদ বলেন মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।নিজেকে ধন্য মনে করছি।তবে ইচ্ছে ছিল সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার। দেশের এ পরিস্থিতিতে তা আর সম্ভব হলো না।

সংগঠন এর সিঃসভাপতি জান্নাতুল ফেরদৌস সোমা ও সহসভাপতি রিয়াজ শাওনসহ সকল দায়িত্বশীল ও সদস্যগন সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলার সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবসময় সবাইকে সংগঠন এর পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post