কাউছার খান : সূদুর চীন থেকে উৎপত্তি লাভ করা করোনা ভাইরাস মহামারী আকার লাভ করায় বিশ্ব আজ নানামূখী সংকটে পতিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমনকাল যতই বৃদ্ধি পাবে সংকট আরো বেশি ঘনীভূত হবে। এ সমস্যা থেকে উত্তরনেরপথ খোজাই বুদ্ধিমানের কাজ।
প্রথমত, করোনা দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো জনস্বাস্থ্য। আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার দেশ সুস্থ থাকবে। এ ঝুকি মোকাবেলায় আপনাকে প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং WHO কতৃর্ক প্রদত্ত নির্দেশনাবলি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটি একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব।
দ্বিতীয়ত, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে করোনা মহামারী আমাদের খাদ্যব্যবস্থায় বিরুপ প্রভাব সৃষ্টি করেছে। তাই খাদ্য সংকট উত্তরনই একজন নাগরিক হিসেবে আপনার দ্বিতীয় কাজ। অনেকেই আমরা সরকারি ত্রান তহবিলের দিকে চেয়ে আছি। বাংলাদেশের মত দেশে সরকারের সহযোগিতা এ সংকট দূর করা পুরোপুরি সম্ভব নয়। তাই আপনার কাজ হলো - খাদ্য উৎপাদনে মনোযোগ প্রদান করা। আপনার বাড়ির আশে পাশে খোলা জায়গায়, অব্যবহৃত জমিতে ফসল উৎপাদন শুরু করুন। এতে আপনার পরিবারের খাদ্য ঘাটতি ও দেশের মানুষের খাদ্য চাহিদা পূরন করতে সহায়তা করবে।
দেশের এ সংকটকালীন সময়ে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। করোনা যুদ্ধে একে অপরের কাধ মিলিয়ে বিজয় নিশ্চিত করুন। ঘরেথাকুন, সুস্থ থাকুন।
Tags
মুক্তমত

Post a Comment