![]() |
কৃষক, শ্রমিক জনতার বন্ধু চাঁদপুর জেলা ছাত্রলীগ |
করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার শুরু থেকেই চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরন কার্যক্রম এবং চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে জনসাধারনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। সরকারের ত্রানবিতরন কার্যক্রমে যাতে কেউ বাধা প্রদান করতে না পারে সেদিকে লক্ষ রাখান নেতাকর্মীদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমে মানুষকে সচেতন করার জন্য মাঠপর্যায় কাজ করছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
দেশের এ ক্রান্তিলগ্নে চাঁদপুর জেলা ছাত্রলীগ গরীব, অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিভিন্ন উপজেলায় হটলাইনের মাধ্যমে জনসাধারনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শিরোনামে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে ।
"বই খাতা রেখে ঘরে, ছাত্রলীগ আজ কৃষকের তরে" এই স্লোগানকে ধারন করে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় সকল সাংগঠনিক ইউনিট স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় হটলাইন চালু করা হয়েছে এবং কৃষকের ফোন পাওয়া মাত্রই কৃষকের ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে। চাঁদপুর জেলার কৃষকরা চাঁদপুর জেলা ছাত্রলীগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
দেশের এ মহাদুর্যোগে চাঁদপুর জেলা ছাত্রলীগের কার্যক্রম জনসাধারনের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
Post a Comment