বিজ্ঞানের জন্য

কৃষক, শ্রমিক জনতার বন্ধু চাঁদপুর জেলা ছাত্রলীগ
কাউছার খান || শিক্ষা, শান্তি, প্রগতির ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্মকাল থেকে আজ পর্যন্ত দেশের ক্রান্তিকালে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বায়ান্নোর ভাষা আন্দোলন, উনসত্তরের গন অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এখন ভালো নেই। পুরো দেশ আজ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আতঙ্কিত। দেশের এ ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিট স্বেচ্ছাশ্রমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা ছাত্রলীগ তাদের সকল ইউনিটকে স্বেচ্ছাশ্রমে কাজ করার নির্দেশ প্রদান করেছে।
করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার শুরু থেকেই চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরন কার্যক্রম এবং চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে জনসাধারনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। সরকারের ত্রানবিতরন কার্যক্রমে যাতে কেউ বাধা প্রদান করতে না পারে সেদিকে লক্ষ রাখান নেতাকর্মীদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।  এছাড়া প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমে মানুষকে সচেতন করার জন্য মাঠপর্যায় কাজ করছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
দেশের এ ক্রান্তিলগ্নে চাঁদপুর জেলা ছাত্রলীগ গরীব, অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিভিন্ন উপজেলায় হটলাইনের মাধ্যমে জনসাধারনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শিরোনামে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে ।
"বই খাতা রেখে ঘরে, ছাত্রলীগ আজ কৃষকের তরে" এই স্লোগানকে ধারন করে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় সকল সাংগঠনিক ইউনিট স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় হটলাইন চালু করা হয়েছে এবং কৃষকের ফোন পাওয়া মাত্রই কৃষকের ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে। চাঁদপুর জেলার কৃষকরা চাঁদপুর জেলা ছাত্রলীগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
দেশের এ মহাদুর্যোগে চাঁদপুর জেলা ছাত্রলীগের কার্যক্রম জনসাধারনের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

Post a Comment

Previous Post Next Post