বিজ্ঞানের জন্য

শিকারির জালে বন্ধী হয়ে মা আর ঠিক সময়ে বাসায় ফিরতে পারেনি । নির্দয় শিকারি অথবা অন্য কারো প্লেতে খাবার হয়ে মা ইহধাম ত্যাগ করেছে। ওদিকে সহায়হীন ছানাগুলা আহার আর মায়ের মমতার অভাবে তিলতিল করে মরে শুকিয়ে গেলো। নির্দোষী প্রাণীরা এভাবে মানুষের নির্দয়তার বলি হয় বিনা কারণে।

সবার অন্তরে দয়ার চাষ করুন ।  প্রাণী হত্যা বর্জন করুন।

Post a Comment

Previous Post Next Post