বিজ্ঞানের জন্য

সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে প্রহর গুনছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে অর্থনৈতিক মন্দার প্রভাব ভয়াবহ আকার ধারন করেছে। সরকারি জরিপ মতে, প্রতিদিন প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
প্রতিকী ছবি
দেশের এ সংকটকালে সরকার প্রদত্ত ত্রান পাচ্ছে নিম্নমধ্যবিত্ত মানুষরা। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা অন্তর্ভুক্ত। তাই তাদের পক্ষে এ সংকট কাটিয়ে উঠা সম্ভব।

কিন্ত মধ্যবিত্তরা কেমন আছে?একদিকে মধ্যবিত্তরা সরকারি ত্রান থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে সামাজিক মূল্যবোধের দিকে তাকিয়ে তারা অন্যের কাছ থেকে সাহায্যও চাইছে না।

দেশের এ সংকটকালীন সময়ে সরকারি সহায়তা সবাই যাতে পায় সেদিকে লক্ষ্য রাখা এখন সময়ের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করার নির্দেশ প্রদান করেছেন।

পৃথিবী এ সংকট কাটিয়ে আবারো সুস্থভাবে হাসুক। এই কামনাই করছি।

লেখক- কাউছার খান

Post a Comment

Previous Post Next Post